অবসর জীবনে প্রবেশ করলেই বেসরকারি চাকুরীজীবীদের একমাত্র সমস্যা হয়ে দাঁড়ায় তাদের প্রতিদিনের জীবন কাটানো। কারণ সরকারি চাকরিজীবীদের মতো অবসরের সময়কালেও পেনশনের সুবিধা থাকে না বেসরকারি কর্মীদের। তবে অবসরকালীন জীবনেও প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ রোজগারের সুযোগ কিন্তু এবার ভারতবাসীর হাতের মুঠোয়।
ভারতীয় ডাক বিভাগের পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে সিনিয়র সিটিজেন সেভিংস সিস্টেম নিয়ে এসেছে দুর্দান্ত সুযোগ। যেখান থেকে ৬০ বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিকরা প্রতিমাসে মোটা অংকের টাকা রোজগার করতে পারবেন।
সম্পূর্ণ ঝুঁকিহীন ভাবে নিজের কষ্টের যেত অর্থ সঞ্চয়ের জন্য এই দুর্দান্ত স্কিমটি বেছে নিতে পারেন ভারতীয় নাগরিকরা। এই টিমে আবেদন জানানোর জন্য যে সকল তথ্যের প্রয়োজন হবে, সমস্ত তথ্যের বিশদ উত্তর দেওয়ার জন্যই আজকের প্রতিবেদনটি নিয়ে এসেছি আমরা। নিজেদের সঞ্চয় পরিকল্পনার মোড় ঘুরিয়ে দিতে তাই অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন এই প্রতিবেদনটি।
সিনিয়র সিটিজেন সেভিংস সিস্টেম
বিনিয়োগের পরিমাণ– পূর্বে এই স্কিমের মাধ্যমে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় করা গেলেও সম্প্রতি উপভোক্ত তারা এই দুর্দান্ত প্রকল্পের সাহায্যে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় করে নিতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে প্রায় দ্বিগুণ পরিমানে সঞ্চয়ের মাত্রা বাড়ানো হয়েছে।
স্কিমের মেয়াদ– বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের একজন নাগরিক সর্বোচ্চ ৫ বছরের পর্যন্ত প্রাথমিকভাবে অর্থ সঞ্চয় করতে পারেন। পরবর্তীকালে নিজের প্রয়োজনমতো আরো ৩ বছরের সময়কাল বৃদ্ধি করা যেতে পারে।
আবেদনের যোগ্যতা
১) আবেদনকারী প্রার্থীকে আবশ্যিকভাবে ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে।
২) এখানে সর্বনিম্ন ৬০ বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্যক্তি আবেদন জানাতে পারলেও, স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন এমন চাকরিজীবীদের ৫৫ বছর থেকে ৬০ বছরের মধ্যেও আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে।
রোজগারের পরিমাণ
ডাক বিভাগের এই স্কিমে আবেদন জানিয়ে যদি আপনি সর্বোচ্চ সীমা অর্থাৎ ৩০ লক্ষ টাকা জমা করতে পারেন, তাহলে ৮.২% বার্ষিক সুদের হারে প্রতি মাসে ২০,৫০০/- টাকা রোজগার করতে পারবেন।
আবেদন পদ্ধতি
ভারতীয় ডাক বিভাগের এই দুর্দান্ত বিনিয়োগ প্রকল্পে আবেদন জানানোর জন্য ইচ্ছুক প্রার্থীদের সরাসরি নিজেদের নিকটবর্তী ডাক বিভাগের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এরপর ডাক বিভাগের পক্ষ থেকে বলে দেওয়া পদ্ধতি অবলম্বন করে হাতে কলমে প্রয়োজনীয় আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে।

0 Comments